হাতিয়া ও সন্দ্বীপ চ্যানেলে গম বোঝাই ২টি জাহাজ ডুবি: ১৪ নাবিককে জীবিত উদ্ধার

0
826

স্টাপ রিপোর্টার- বঙ্গোপসাগরের ভাসানচরের কাছে ২ হাজার টন অপরিশোধিত চিনি বোঝাই একটি এবং হাতিয়া চ্যানেলের কাছে সমপরিমাণ গম বোঝাই অপর একটি লাইটার জাহাজ ডুবে গেছে।

শনিবার সকাল ও দুপুরে এ দুটি দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া দুই জাহাজের একটির নাম এমভি সিটি-১৪ এবং অন্যটির নাম এমভি আকতার বানু-১। এর মধ্যে এমভি সিটি-১৪ জাহাজের ১২ জন নাবিকের সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও অপর জাহাজের ১৩ নাবিক নিখোঁজ ছিল রোববার তাদের সবাইকে কোষ্টগার্ড উদ্ধার করে।

জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে বন্দরের বহির্নোঙ্গরের মাদার ভেসেল থেকে দুই হাজার টন আমদানিকৃত গম অনলোড করে ঢাকায় যাওয়ার পথে আবুল খায়ের গ্রুপের গমবাহী জাহাজ এমভি আখতার বানু-১ নামে লাইটার জাহাজটি সাগরের মাঝখানে ঢেউয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে না পেরে উল্টে গিয়ে ডুবে যায়। এতে জাহাজটির ১৩ নাবিক নিখোঁজ ছিল। রবিবার সকালে নিখোঁজ ১৫ জন নাবিককে উদ্ধার করে কোস্টগার্ড।

ডুবে যাওয়া এমভি আখতার বানু-১ জাহাজের শিপিং এজেন্ট ‘লিটমন্ড শিপিং’-এর অপারেশন ম্যানেজার জাহিদ হোসেন বলেন, চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে হাতিয়া এলাকায় আমাদের একটি জাহাজ ডুবে যায়।

এদিকে একঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম বন্দর বহির্নোঙ্গর থেকে দুই হাজার টন অপরিশোধিত চিনি নিয়ে রওনা দেয়া অপর একটি লাইটার জাহাজ হাতিয়ার ভাসানচরের কাছে বঙ্গোপসাগরে ডুবে গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানায়, সিটি গ্রুপের ওই জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে দুই হাজার টন আমদানিকৃত চিনি নিয়ে নারায়ণগঞ্জের রূপসীর দিকে যাচ্ছিল।

বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক মোহাম্মদ সেলিম জানান, সমুদ্র উত্তাল থাকায় জাহাজে পানি ঢুকে যায় এবং এতে জাহাজটি একদিকে হেলে পড়ে। শনিবার ভোর পাঁচটার দিকে হাতিয়া চ্যানেলের প্রবেশের সময় ভাসানচরের কাছাকাছি এলে জাহাজটি ডুবে যেতে থাকে।

সে সময় ওই এলাকা দিয়ে যাওয়া অপর একটি লাইটার জাহাজ রূপসী-১ ডুবন্ত জাহাজটির কাছে যায় এবং সেটির ১২ জন ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়।

উল্লেখ্য, সাগর উত্তাল থাকায় শনিবার ১ হাজার ৮০০ টন গম বোঝাই জাহাজ এমভি আখতার বানু-১ ভাসান চর এলাকায় ডুবে গেলে জাহাজটির ১৪ নাবিক নিখোঁজ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here