ভালোবাসা বিসর্জন

কবিতা

0
434

কবি মো: মুশির্দ উজ জামান

অবুঝ ভালোবাসা দুর্বার আকর্ষণ

ভালোবাসায় সিক্ত মুগ্ধ নয়ন,,

ভাবনায় আচ্ছন্ন আলোয় মুখরিত

বলিষ্ঠ চরিত্র চেতনায় আচ্ছন্ন

নীতিতে অটল ভাবনায় বৈচিত্র

আবেগে পরিপূর্ণ প্রেমে আকৃষ্ট

বিমুগ্ধ দৃষ্টি পরিতৃপ্ত বদন

তব বাহুডোরে গড়েছি ভূবন।

অবহেলা পেয়েছি সম্মান পাইনি

অশ্রুসিক্ত নয়নে থেকেছি চেয়ে পথ পানে,,

বুঝোনি মর্ম করেছো উপেক্ষা

কতো তাচ্ছিল্য তার নেই সমীক্ষা।

নিয়েছো পরীক্ষা ,,ভ্রান্ত তুমি

তব তরে মোর ভূমিকা কি ছিলো

জানে শুধু অন্তর্যামী।

বিনিদ্র রজনী কাটিয়েছি কতো শত

ম্লান হয়নি এখনো দিয়েছো যতোটা ক্ষত।

অনুশোচনায় বিনম্র তুমি আজ

বড্ড দেরী করেছো হয়ে গেছে সাঝ ,

স্মৃতির তাজা গোলাপ হয়ে গেছে ম্লান

বিক্ষিপ্ত হৃদয় অশান্ত প্রাণ।

তব স্মৃতি অন্তরে নিয়ে

করবো বরণ মরণ ,

আমার ভালোবাসাকে ভালোবেসে দিলাম

আমার ‘ভালোবাসা বিসর্জন’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here