নিজস্ব প্রতিনিধি: সরকারি অনুমোদন না থাকলেও করোনায় এন্টিবডি পরীক্ষা এবং নেগেটিভ রোগীকে পজিটিভ দেখিয়ে হাসপাতালে ভর্তি রেখে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগে রাজধানীর গুলশানের সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মালিকের ছেলে ফয়সালকে আটক করেছে র্যাব।
সোমবার (২০ জুলাই) রাতে তাকে আটক করা হয়। আটক ফয়সাল আল ইসলাম (৩৪) সাহাবউদ্দিন মেডিকেল হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।
প্রসঙ্গত, রবিবার (১৯ জুলাই) বিকালে রাজধানীর গুলশানে সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতি করার অভিযোগ পাওয়া গেছে ওই হাসপাতালটির বিরুদ্ধে। নেগেটিভ রোগীকে করোনা পজিটিভ বলে হাসপাতালে ভর্তি রেখে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন ধরনের অসঙ্গতি পেয়েছে র্যাব। হাসপাতালটির দুজন কর্মকর্তাকে র্যাবের হেফাজতে নেওয়া হয়েছে।