আলোচিত রিজেন্ট শাহেদের অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

0
567

নিজস্ব প্রতিবেদক: আলোচিত রিজেন্ট শাহেদের অস্ত্র মামলায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। অস্ত্ মামলায় দুটি ধারায় তাকে কারাদণ্ড দিয়েছে। আদালত মাত্র ৯ কার্য দিবসে এই মামলার রায় দেয়। উল্লেখ্য গত ৬ জুলাই র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত রিজেন্ট হাসপাতাল তল্লাশী করে করোনার ব্যাপক ভূয়া রিপোর্ট উদ্ধার করে। শাহেদ রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান ছিলেন।

সরকারের মন্ত্রী, এমপি, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং সরকারি আমলাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তোলা অসংখ্য সেলফি তার ফেইসবুক পেইজের শোভা বর্ধন করে চলেছে।

তিনি রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম; করোনাভাইরাস মহামারীর মধ্যে চিকিৎসার নামে প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে।

রিজেন্ট গ্রুপের দুটি হাসপাতাল ইতোমধ্যে বন্ধ করে দিয়েছে র‌্যাব। সাহেদসহ ১৭ জনকে আসামি করে একটি মামলাও হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here