ময়ূরপঙ্খী সংস্থার ঈদ উপহারসামগ্রী প্রদান

সংবাদ

0
726

লিয়াকত হোসেন জাহিদ: ময়ূরপঙ্খী শিশু কিশোর সমাজকল্যাণ সংস্থা এর উদ্যোগে ঢাকার মিরপুর ৬ নং সেকশনে সংস্থার প্রধান কার্যালয়ের সামনে সুবিধাবঞ্ছিত শিশু ও নারীদের মাঝে ঈদ খাদ্যসামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয় । ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন ও ভাইস চেয়ারম্যান সাথী খান সকলের মাঝে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী প্রদান করেন । রুহিত সুমন বলেন, আমাদের সাধ্যের মধ্যে পবিত্র ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্ছিত শিশু ও নারীদের মাঝে উপহারসামগ্রী দিতে পেরে কিছুটা তৃপ্তি অনুভব করছি । আমাদের এই কর্মসূচিতে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । আশা করি সকলের সহযোগিতা নিয়মিত অব্যাহত থাকবে এবং সকলের ক্ষুদ্র প্রচেষ্টায় দূর হবে আধাঁর, জয় হবে মানবতার । রুহিত সুমন তার প্রতিষ্ঠিত সংস্থা “ময়ূরপঙ্খী” এর মাধ্যমে মহামারী করোনা পরিস্থিতিতে নানামুখী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন । করোনা প্রাদুর্ভাবকালিন সময়ে করোনা প্রতিরোধ ও প্রতিকারমূলক প্রশিক্ষণ ও কর্মশালা, ভলান্টিয়ারদের সমন্বয়, অসহায়, দুঃস্থ ও ছিন্নমূলদের মাঝে মাস্ক, স্যানিটাইজার, সাবান প্রদান, সচেতনতামূলক লিফলেট প্রদান, সুবিধাবঞ্চিত শিশু, নারী, অসহায় ও রিক্সাচালক ভাইদের খাদ্য ও ইফতারসামগ্রী প্রদানসহ নানামুখি কর্মসূচি গ্রহণ করে ময়ূরপঙ্খী সংস্থাটি । কর্মসূচিতে সহযোগিতায় ছিলেন, আবুল হাছান, হৃদয় রহমান, নাভিদ চৌধুরী, রবিউল ইসলাম, ইঞ্জি. মোঃ আলাউদ্দিন, জুনায়েদ খান, ফারহানা আফরোজ, তামান্না মোহনা, শাহরিয়ার কবির, ইফতি মারুফ, সাইদুর রহমান, জুনায়েদ সিদ্দিকী, আব্দুল আলিমসহ অনেকেই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here