ডি কে সৈকত: বাংলাদেশ বিশ্ব শান্তি সূচকে গতবছরের তুলনায় এ বছর ৪ ধাপ উন্নতি করেছে যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চতুর্থ স্থান। অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) প্রকাশিত বিশ্ব শান্তি সূচক ২০২০ এ বাংলাদেশ ২.১২১ জিপিআই পয়েন্ট নিয়ে বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে অবস্থান করে নিয়েছে ৯৭তম স্থানে। বাংলাদেশের ২০১৯ সালে বৈশ্বিক শান্তি সূচকে অবস্থান ছিল ১০১তম। গতবছরের তুলনায় এ বছর শান্তি সূচকে বাংলাদেশ ৪ ধাপ উন্নতি করেছে। শান্তি সূচকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি উন্নতি সাধন করেছে বাংলাদেশ। সামগ্রিক বিচারে বাংলাদেশ ২.৩ শতাংশ উন্নতি করেছে, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। সূচক নির্ধারণের যে তিনটি ডোমেইন রয়েছে তার মধ্যে বিশেষ করে সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থায় অনেকটা উন্নতি করেছে বাংলাদেশ। এছাড়া বাকি ডোমেইনটিতেও উন্নতি পরিলক্ষিত হয়েছে। শান্তি সূচক প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে বাংলাদেশে বিরোধী দলগুলোর সহিংস কর্মকাণ্ড কমেছে, দেশের গার্মেন্টস শিল্পের সামগ্রিক পরিবেশের উন্নতি হয়েছে, সহিংস ঘটনা কমেছে কিংবা অন্তকোন্দলে কমেছে মৃত্যুর হার, সেই সাথে কমেছে সন্ত্রাসী কর্মকাণ্ড। যা শান্তি সূচকে বহুলাংশে বাংলাদেশের উন্নতিকে তরান্বিত করেছে। শান্তি সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। দীর্ঘ সময় ধরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যথারীতি শীর্ষে রয়েছে ভুটান, দ্বিতীয় নেপাল ও তৃতীয় শ্রীলঙ্কা, ভারত পঞ্চম, পাকিস্তান ষষ্ঠ ও আফগানিস্তান সপ্তাম স্থানে। বৈশ্বিক সূচকে দক্ষিণ এশিয়ার মধ্যে (জিপিআই) ১.৫০১ পয়েন্ট নিয়ে ভুটান বহু উন্নত দেশকে পিছনে ফেলে ১৯তম স্থান দখল করে নিয়েছে। ইউরোপের বাইরে পঞ্চম দেশ হিসাবে ভুটান শান্তি সূচকে শীর্ষ ২০ এর মধ্যে অবস্থান করছে যা দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোর জন্য অনুপ্রেরণা। এছাড়া বৈশ্বিক শান্তি সূচকে নেপাল ৭৩ তম অবস্থানে (পয়েন্ট- ১.৯৭৪), শ্রীলঙ্কা ৭৭ তম অবস্থানে, ভারত ১৩৯ তম অবস্থানে, পাকিস্তান ১৫২ তম অবস্থানে আর আফগানিস্তান ১৬৩টি দেশের মধ্যে সর্বশেষ অবস্থান দখল করে আছে। বিশ্ব শান্তি সূচকে এক যুগ ধরে শীর্ষে রয়েছে আইসল্যান্ড, দেশটি ২০০৮ সাল থেকে বিশ্বের উন্নত ও পরাক্রমশালী দেশগুলোকে পিছনে ফেলে শীর্ষস্থানটি ধরে রেখেছে। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড, পর্তুগাল রয়েছে তৃতীয় স্থানে। এছাড়া অস্ট্রিয়া চতুর্থ, ডেনমার্ক পঞ্চম, কানাডা ষষ্ঠ, সিঙ্গাপুর সপ্তম, চেক প্রজাতন্ত্র অষ্টম, জাপান নবম ও দশম স্থানে অবস্থান করছে সুইজারল্যান্ড। শান্তি সূচক প্রতিবেদনে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয়েছে নাগরিকদের শান্তিপূর্ণ জীবনযাপনে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার অগ্রগতি, অর্থনৈতিক মুক্তি, ট্রেন্ড ও শান্তিপূর্ণ সমাজ গঠন। ১৬৩টি দেশের নেয়া সকল পদক্ষেপের তথ্য শান্তি সূচক বিশ্লেষণের প্রতিপাদ্য বিষয় ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *