অনুযোগ প্রশ্নবোধক

কবিতা

0
1110

কবি আজম পাটোয়ারী

হিমাদ্রিনী,

আজ কাল তুমি আমাকে খুব বেশি ভালবাস,

মুঠোফোনের লাইন কেটে গেলে

ফিরতি আর কল কর নাকো।

হিমাদ্রিনী

তুমি এখন দেখি আমার খুব যত্ন কর,

তোমার সাথে অভিমানে না খেতে শুলে

আর জানতে চাও না।

হিমাদ্রিনী

এখন তো তুমি আমায় খুব খেয়াল রাখ,

খুন সুঁটিতে সারা রাত না ঘুমালে

একটি বারও জানতে চাও নাকো।

হিমাদ্রিনী

এখন তো দেখি আমি তোমার খুব আপন,

কারণে অকারণে না দেখার মত করে

নিজের পথে চলে যাও।

হিমাদ্রিনী

আজ কাল তুমি খুব কাছে ডাকো,

তোমার অতি কথায় জল ঝরলে

চোখে তুমি জানতে চাও না তো।

হিমাদ্রিনী

তুমি তো আমার আপনার আপন,

হৃদয়ের গহিনে থাকা স্বপ্ন তবু কেন?

আমি দাঁড়িয়ে আছি এই প্রশ্নবোধ।

জানি তুমি পারবে না বলতে?

কেন মিছে অনুযোগ করণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here