হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে

0
1013

নিজস্ব প্রতিবেদক- বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

এছাড়া বন্দরের বেসরকারি ওয়্যার হাউজ পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য উঠা-নামার কাজও বন্ধ আছে।

রবিবার থেকে আবারও যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হবে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী আজ। আর অপরদিকে ৭৪তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত। প্রতিবেশী এ দুই দেশের বিশেষ দিবস উপলক্ষে বন্দরের দুই অংশের ব্যবসায়ীরা আজ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এ কারণে সকাল থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রমসহ পণ্য লোড-আনলোড বন্ধ রাখা হয়েছে।’

এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী জানান, করোনা পরিস্থিতির কারণে গত ১৫ মার্চ থেকে হিলি চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার সম্পূর্ণ বন্ধ রয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here