পাকিস্তানের বিশ্ববিদ্যালয় সমূহে অনুবাদসহ কুরআন শিক্ষার প্রস্তাব পাস করল

0
1011

পাকিস্তানের সব বিশ্ববিদ্যালয়ে অনুবাদসহ পবিত্রপাকিস্তানের বিশ্ববিদ্যালয় সমূহে অনুবাদসহ কুরআন শিক্ষার প্রস্তাব পাস হয়েছে। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে এ সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়।

সোমবার দেশটির সংসদ বিষয়কমন্ত্রী আলী মোহাম্মদ খানের উত্থাপিত প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয় বলে জিয়ো নিউজ উর্দূর খবরে বলা হয়েছে।

প্রস্তাবনায় বলা হয়, দেশের যে সমস্ত প্রদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনুবাদ সহ কুরআন পড়ানো হয় না সেই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতেও অর্থ সহ কোরআন পড়ানো উচিত।সেখানে আরো বলা হয়, আমাদের প্রজন্মের জন্য জ্ঞানের এক নতুন দার উন্মোচিত হবে কুরআনের উর্দু তরজমা পাঠে।

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের সর্বাধিক জনবহুল প্রদেশ পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়গুলিতে অনুবাদ সহ পবিত্র কুরআন শিক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এমনকি সেখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে ডিগ্রি অর্জনের জন্য অনুবাদ সহ কুরআন অধ্যায়ন একটি অপরিহার্য শর্ত।

সূত্র : জিও টিভি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here