কবি আজিজুল হক
ঘর থেকে বেরিয়ে বসে আছি পুকুর ঘাটে
দেখলাম চেয়ে বন্ধু রাজন যাচ্ছে একা হেঁটে।
হাঁক ছেড়ে বললাম তাকে- বাড়ি আসলি কবে
অনেক কথা বলার ছিল, সময় কি তোর হবে?
পাড়ার লোকে তোকে নিয়ে করে গুনগুনানি
কি নাকি তোর হয়েছিল, বল তো এবার শুনি?
বন্ধু রাজন বলল এবার- কী বলব আর মুখে
আমার চেয়ে ঢের ভালো জানে,পাড়ার সকল লোকে।
বেশ কিছুদিন আগে আমি গলার ব্যথায় মরি
নিরাময়ের জন্য গেলাম জগৎ বাবুর বাড়ি।
কিছু ওষুধ দিয়ে বললেন- লক্ষণ দেখছি ভালো না
তোমার কিন্তু হতে পারে মহামারি করোনা।
জগৎ বাবুর কথা শুনে হারিয়ে ফেলেছি বল
সত্যিই আমার করোনা হয়েছে,নাকি শুধু ছল?
জগৎ বাবু চেয়ার ছেড়ে আসলেন আমার কাছাকাছি
হঠাৎ করে ঝড়ের বেগে দিলাম একটা হাঁচি।
জগৎ বাবু ভীষণ রাগে- একি তুমি করলে
তুমি তো একা মরোনি,আমাকেও মারলে।
চেক আপ করে রিপোর্ট আসল,করোনা আমার হয়নি
এ কথাটা পাড়া- পড়শি কেউ মনে নেয়নি।