কবি আসমা আক্তার কাজল
করোনা পুরাতন হতে না
হতেই আবার এলো আম্ফান,
এ কোন পাপের সাজা দিচ্ছো
মোদের হে খোদা দয়াবান?
আম্ফান এসে সাগরকে করিল উত্তাল
ফণা তুলে ঢেউ এসে এই বুঝি
ভাসাইলো মোর আবাসস্থল।
ঝড় উঠিল প্রকৃতি কাপাইল
ভাঙ্গিল তরু-লতা,
বায়ুর তান্ডব লীলায়
এইবার বুঝি মোর ছোট্ট কুঠির খানি
বৃক্ষের নিচে পড়িল চাপা।
ভয়ে বুক কাপে ধুক ধুক
চোখের সামনে যখন দেখি
অসহায় কচি কচি মুখ।
কোথায় যাইব ।
আমি নিয়মিত সাহিত্য পাতায় লিখতে চাই।
লিখুন, asmyounus@yahoo.com ইমেইল করুন
asmyounus@yahoo.com ইমেইল করুন