হৃদয়ের ভূমি

কবিতা

0
875

তাহমিনা বেগম

যে চোখে শুধুই ধূসরতা

হাহাকার আর আর্তিতে

হৃদয় ভরা

চৈত্রের খরতাপে ভেতরে

ক্ষরণ হতো

ধূ ধূ বালুচর আর পাষাণী

মেঘ কতো

অনুনয় একটু তৃষ্ণা মেটাতে

চেয়ে দাওনি তো একফোঁটা জল

বুক ফেটে চৌচির।

ক্লান্ত হতে হতে নুয়ে পড়েছি

হাত ধরে দাঁড়াবার,

বাঁচার আকুলতা গলেনি

পাথর মন হিমালয়ের চোখ ভিজেছে

গলে গলে পড়েছে পাষাণের কর্মকাণ্ডে

সূর্যের তাপে পুড়িয়েছ ভেজাওনি এতটুকু।

জীবন সমুদ্রে যখন কূলহীন

এক আবক্ষ হিমাচলের

মতো উদয় হলে

ভাসিয়ে নিয়ে স্থান দিলে বুকের গহীণে

পেলব পরশে জীবন ভরে

গেল কানায় কানায়

যে জীবন তুচ্ছ ছিল

ক্ষুদ্র পিঁপড়ার মতো

আজ তা পরিপূর্ণ,পরিতৃপ্ত।

দৃপ্তভংগীতে দাঁড়িয়েছে

আর নেই শঙ্কা

বেজেছে বিজয় ডঙ্কা

মিহি সানাইয়ের সুরের

ইন্দ্রজালে মুগ্ধতা

তুমি বটবৃক্ষ

শীতল করেছ তুমি এ

হৃদয়ের ভূমি।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here