উম্মে কুলসুম মুন্নি
কেমন আছো তুমি ?
নিশ্চয়ই ভালো,
কেননা এখন তুমি থাকো
তোমার স্বপ্নের পৃথিবীতে ,
যেখানে আছে তোমার সুখ,আনন্দ, ভালোবাসা, ভালোলাগা আর দুরন্ত মনের সব অনুভূতি ।
কতটা অবুঝ আমি,
না বুঝেই তোমার মনে অধিকার চেয়েছি ।
আমার এলোমেলো ভাবনাগুলো
ডানা মেলে ছিল ঐ দূর নীল দিগন্তে ,
রংধনুর বর্ণচ্ছটায় সেজেছিল
সীমাহীন স্বপ্ন ছোঁয়ার বাসনায়,
ভাসিয়েছিল সপ্তডিঙ্গা
সাগরের নিলীমায় ।
অথচ তুমি তো মগ্ন
অন্য কোথাও, অন্য কারো মাঝে
ক্ষনিকের তরে সুখের আশায়
ভিড়াও তরী সকাল সাঝেঁ ।
রঙ্গিন আলোর মোহে পড়ে
ছেড়েছ আমায় ঘোর অমানিশায় ।
জানো কি তুমি ?
কতদিন, কত প্রহর কেটেছে
চোখের নোনা জলে ?
হয়তো-বা ভুল আমারই ছিল,
না জেনে, না বুঝে শুধু কল্পনার ছলে চেয়েছি তোমায়,
পারি নি নিজেকে আটকাতে ।
তাইতো আজ একাকী বিনিদ্র কাটে শুধু শুন্যতায় ।
কিন্তু এমন কি কখনো হয় ?
তুমি আমাকেই ভালোবাসবে !
যেখানে তোমার দু’চোখে থাকে অন্য কারো প্রতিবিম্ব ,
নিজেকে খোজ অন্য কারও ছায়ায়
সেই তুমি কেমন আছো ?
ছেড়ে আমায় কোন দুর অজানায় ।।।