কবি সারা ফেরদৌস
দীর্ঘতম চুম্বনে আবদ্ধ হতে চাই
মিছিল, মিটিং আর প্লে-কার্ড
সবখানে চুম্বনের জন্য আন্দোলন হোক,
পুলিশের লাঠি চার্জ হোক, টিয়ার গ্যাস নিক্ষেপ হোক,
দামামা বাজুক সমস্ত শহরে শহরে,
যুদ্ধে মত্ত হোক সমস্ত পৃথিবী l
তবুও আমি পৃথিবীর দীর্ঘতম চুম্বনে আবদ্ধ হতে চাই…l