কবি মো: মুশির্দ উজ জামান
স্বাধীনতা পরাধীনতারই নামান্তর
ক্ষেত্রভেদে এর নেই কোনো অন্তর।
দেশের ক্ষেত্রে ব্যাপারটা উচ্চ পর্যায়ের
শত শহীদের বুকের তাজা রক্তের বিনিময়ে
স্বাধীনতা এনেছি আমরা
দেশ স্বাধীন করেছি কিন্তু আমরা কী স্বাধীন?
পেয়েছি কী আমরা স্বাধীনতা ?
এবার আসি সামাজিক প্রেক্ষাপটে
আমরা পুরুষ জাতিরা বলতে গেলে
জন্মগতভাবেই পরাধীনতা প্রিয়
ছোটোবেলা মায়ের , একটু বেড়ে প্রেমিকা
অবশেষে চিরস্থায়ী পরাধীনতা
আনুষ্ঠানিক বিসর্জন দিয়ে স্বাধীনতা।
অবশেষে বলি নারী স্বাধীনতা
নারীরা সবসময়ই স্বাধীনতা প্রিয়
নারী স্বাধীনতার জন্য আন্দোলন
আমাদের সবারই জানার কথা।
কিন্তু আসলেই কি নারীরা
স্বাধীনতা পেলেই তা ভোগ করতে পারে ?
আপনি যদি বউকে নিয়ে শপিং এ যান
দেখবেন কতো কি যে প্রয়োজন তার
সময় মেলে না দামটাও দেখার
পেমেন্ট আপনার একটাই কারণ তার।
কিন্তু আপনি যদি তাকে দেন পূর্ণ স্বাধীনতা
টাকা দিয়ে বলেন হবে না দিতে কোনো হিসাব
দেখবেন তখন সে হিসেবী কতোটা
পূর্ণ স্বাধীনতা পেয়েও পরাধীনতা
আমরা স্বাধীনতা স্বাধীনতা বলে চিৎকার করি
আসলে আমরা পরাধীন থাকতেই পছন্দ করি।
 
			 
			