কবি শামীম আজগর
এক মুঠো জোছনার আলোয়
মুখোমুখি এক জোড়া কপোত-কপোতি
ঝঞ্ঝা, বিক্ষুব্ধ, উত্তাল ঢেউ পাড়ি দিয়ে
বিমূর্ত নয়নে তৃষ্ণার্ত হৃদয়ে
অপলক-নির্বাক দৃষ্টি বিনিময়।
বক্ষজুড়ে কি এক আকুতি
ঝিঁ ঝিঁ শব্দ যেন রিনিক ঝিনিক
চুড়ির ণিনাদ,
জোনাক পোকার দীপ্তিমান আলো যেন
জোছনার ছোঁয়ায় আলোর ঝলকানি।
মহাপ্রাপ্তির বর্ণিল আনন্দে
কল্পনার রাজ্যে হারিয়ে যাওয়া
পূর্বাকাশে পূর্ণিমার চাঁদ
আর মেঘের লুকোচুরি,
আনন পানে জোছনার ছায়া
আলতো পরশে এলো চুল সরিয়ে
আবেগের স্রোতে লাগাম পরিয়ে
কপোত-কপোতীর বাহু বন্ধনে
এক মুঠো জোছনার আলোয়
হেঁটে যায় প্রান্তরের পথ ধরে।