করোনা ও আম্ফান

কবিতা

0
857

কবি মালেক মাহমুদ

এই দিকে করোনায় কাঁপে সারা বিশ্ব 
প্রাণঘাতি প্রাণ নেয় করে দেয় নিঃস্ব 
ঐ দিকে আম্ফান ধেয়ে ধেয়ে আসছে
প্রকৃতির বিদ্রোহে মানুষেরা ফাঁসছে 
আম্ফান ঘূর্ণি 
করে দিতে চুর্ণি
ধেয়ে আসে ঝড়ো বেগে গতি তার সঙ্গী 
কূলহীন করে দিতে ছুটে আসে সজোরে 
তীরে এসে দিবে হানা সুবেসাদেক ফজরে।
কোথা থেকে কোথা যাবে মানুষেরা ভাবছে
থড়বড়ে বুক নিয়ে মানুষেরা কাঁপছে
বাঁচিবার তরে সবে একা একা লড়ছে
নিজ ঘরে থেকে নিজে লকডাউন করছে
করোনা ও আম্ফান দেয় জোরে পাল্লা
কেউ ডাকে ভগবান কেউ ডাকে আল্লাহ 
ঈশ্বরই সবই সব কেউ ক্ষমা চাচ্ছে
প্রকৃতির বিদ্রোহ কেউ টের পাচ্ছে।
এই দিক ঐ দিক চারদিক বন্ধ 
ধরনির বুকে আজ হারিয়েছে ছন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here