সিজার বিহীন একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন কুমিল্লার বধূ শারমিন আক্তার

0
797

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসাম উপজেলায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন শারমিন আক্তার (২৫) নামে এক গৃহবধূ।

বুধবার (১২ আগস্ট) দুপুরে লাকসাম জেনারেল হাসপাতালে অপারেশন ছাড়াই স্বাভাবিকভাবে তিন ছেলে ও দুই মেয়ে সন্তানের জন্ম দেন তিনি।গৃহবধূ শারমিন আক্তার উপজেলার উত্তরদা ইউনিয়নের মাদরাসা শিক্ষক হাফেজ মাওলানা মিজানুর রহমানের স্ত্রী।

লাকসাম জেনারেল হাসপাতালের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলী আক্কাস জানান, সকালে প্রসূতি ওই গৃহবধূ হাসপাতালে ভর্তি হন। এরপর ডা. লতিফা আক্তার লতার তত্ত্বাবধানে দুপুরে কোনো অপারেশন ছাড়াই স্বাভাবিকভাবে তিন ছেলে ও দুই মেয়েসহ পাঁচ সন্তানের জন্ম দেন তিনি। এ খবর এলাকায় জানাজানি হলে উৎসুক লোকজন হাসপাতালে ভিড় জমান। বিকেলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ রয়েছেন।

এদিকে সন্তানদের বাবা মাওলানা মিজানুর রহমান জানান, এর আগে তার স্ত্রীর একটি সন্তান হওয়ার পর মারা যায়। এবার একসঙ্গে পাঁচটি সন্তান হওয়ায় তিনি আনন্দিত। স্ত্রী ও নবজাতকদের সুস্থতার জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here