মঙ্গলের পথের আরব আমিরাত

0
1121

মোহাম্মদ আরিফ হোসেন

মঙ্গলের আবহাওয়া ও জলবায়ু পরিক্ষা করার জন্য পাঁচশ মিলিয়ন কিলোমিটার পথ পারি দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত এর মহাকাশযান।এর আগেও একাধিক বার মহাকাশযান উৎক্ষেপণ করেতে গিয়েও পরে মিশন স্থগিত করা হয় বৈরী আবহাওয়ার কারণে। এটি জাপান থেকে সফল উৎক্ষেপনের পরে এখন মঙ্গলের পথে রয়েছে। এই মিশনের নাম দেয়া হয়েছে হোপ মিশন’।বিবিসি কে দেয়া এক সাক্ষাৎকারে স্বস্তি প্রকাশ করেন মিশন প্রধান সারাহ আল হামিরি। তিনি বলেন, তাদের দেশের অনুভুতি ৫১ বছর আগে চাঁদে পা রাখার মতোই। যা ২০ জুলাই তারিখে হয়ে ছিলো।আরব আমিরাতের এ মিশন সহ এই মাসে আরো তিনটি মিশন রওনা দিচ্ছে মঙ্গলে।সব কিছু ঠিক থাকলে ২০২১ সালে ফেব্রুয়ারিতে মঙ্গলে পৌঁছাতে পারবে আরব আমিরাতের মহাকাশযান। তবে কাকতালীয় ভাবে ঐ দিন আরব আমিরাতের প্রতিষ্ঠার ৫০ তম বার্ষিকি। (তথ্য সুত্র অনলাইন)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here