সীমানা পেরুনোর গল্প

কবিতা

0
807

ডা. যাকিয়া মাহফুজা যাকারিয়া 

পায়ের তলায় মাটি আর
ভান্ডারে অজস্র মণি মাণিক্যের ভীড়ে
ছিল তিনটি দ্যুতিময় হীরেও ।
তাতে মন ভরলোনা ।

পায়ের তলার নরম মাটি
দাবাতে দাবাতেও আর
লাগলো না ভালো !
কতদিন আর একই মাটি ,
একই জল ছলছল
বয়ে যাওয়া নীরব চোখের কিনারায়
ভালো  লাগতে পারে ?
সবকিছুরই তো থাকতে হয় সীমানা !

সীমানা পেরিয়ে তাই
যেতে চেয়ে বহুদূর ,
বহুদিন পর বোঝা গেল
পদতলে মৃত্তিকা একদিন
নরম ছিল তাই,
দাবিয়ে দাবিয়ে পা
প্রোথিত হয়েছে তা
সেই মৃত্তিকাতেই !
মাটিও নেইকো নরম আর
পদযুগলের ভার সইতে সইতে
হয়ে গেছে পাষাণ অসাড় !

এ সীমানা পেরিয়ে
মরিচীকার পেছনে আর
দৌঁড়ানো যাবে না ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here