বিজয় প্রতিদিন ঢাকা: ২০১৯ সাল থেকেই প্রতি বছর ” আরশিকথা আন্তর্জাতিক ম্যাগাজিন ” প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দেশবিদেশের সম্মানিত লেখক, সাংবাদিক, গল্পকার, কবি, প্রতিবেদক, ব্লগার এবং কলামিস্টগণের নির্বাচিত লেখনী সম্ভারে পরিপূর্ণ থাকে এই ম্যাগাজিন। স্বনামধন্য ও জনপ্রিয় থেকে শুরু করে বিশিষ্ট প্রবীণ এবং নবীনদের শ্রেষ্ঠ ভাবনায় সজ্জিত এই ম্যাগাজিন।নানা তথ্য,বিনোদন,গল্প,কবিতা,প্রতিবেদনের সম্ভারে থাকা এই গুণমান সম্পন্ন ম্যাগাজিনটি সূচনা পর্বেই রাজ্য বহিরাজ্য সহ দেশবিদেশে জনপ্রিয়তা অর্জন করে। এবছরও তার ব্যতিক্রম হয়নি।
বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতাকে প্রাধান্য দিয়ে স্বল্প আয়োজনে ৩রা নভেম্বর মঙ্গলবার ” হয়ে গেলো আরশিকথা আন্তর্জাতিক ম্যাগাজিন ২০২০ ” মোড়ক উন্মোচন । রাজ্যের মাননীয় উপ-মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত যীষ্ণু দেববর্মা মহোদয় এর মোড়ক উন্মোচন করেন। ম্যাগাজিন প্রকাশকে কেন্দ্র করে এদিন সকাল সাড়ে এগারোটা থেকে আগরতলা প্রেস ক্লাবে একটি মনোজ্ঞ অনুষ্ঠান হয়।এতে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্টজনেরা। মাননীয় উপ মূখ্যমন্ত্রী শ্রী দেববর্মা নিজের অনুভূতিতে ম্যাগাজিনটিকে অত্যন্ত গুণমান সম্পন্ন সংকলন বলে নিজ অভিব্যক্তি প্রকাশ করেন। আগামীদিনেও এর আরও শ্রীবৃদ্ধির কামনা করে তিনি আরশিকথাকে ধন্যবাদ ও শুভেচ্ছা প্রদান করেন। পাশাপাশি ম্যাগাজিনটি বইপ্রেমীদের মন জয় করবে বলে আশা ব্যক্ত করেন।
এদিন উপস্থিত আরশিকথা পরিবারের সদস্যদের সাথে তিনি নানা আলোচনা ও কথাবার্তার মধ্য দিয়ে একটি আন্তরিক মুহূর্ত উপহার দেন। এদিন আরশিকথা ও আরশিকথা গ্লোবাল সাহিত্য ফোরামের তরফে রাজ্যের মাননীয় উপ-মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক উপহার দিয়ে সম্মান প্রদর্শন করা হয়। এছাড়া অনুষ্ঠানের সহযোগী নিবেদক তথা ইনডোর প্ল্যান্টস এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ” GREEN SOULS ” পক্ষ থেকেও একটি উপহার প্রদান করা হয়। এদিন একটি মূল্যবান সময় উপহার দেওয়ার জন্য আরশিকথা’র পক্ষ থেকে রাজ্যের মাননীয় উপ-মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় ।।
কে, এ বিপ্লব
বিজয় প্রতিদিন
ঢাকা বাংলাদেশ।
৪ঠা নভেম্বর ২০২০