কবি আলাউদ্দিন খান
কোন খেয়ালে বানালেন বিশ্ব জগত্,
বিশ্ব জগত্ স্বামী !!
খালী খালী নয় এসব সৃস্টি,
আছে মহা রহস্য এর ই মাঝে,
বলেন অন্তর্জামী !
জন্ম মৃত্যু, সৃষ্ট,
পরীক্ষা করিতে, মানুষের ভাল মন্দ কর্মফল।
সৃস্টির শ্রেষ্ট মানব,
কূর্নিশ করিছে যাকে,
নিষ্পাপ ফিরিস্তার দল !
তবে কেন মানবের মাঝে দিলেন?
মহা শত্রু ষষ্ঠ রীপু, সদা সহচর !
মেমরী চীপ্স দিলেন স্মরীতে তাঁহারে,
সাথে দিলেন ভুলা মন মাতুব্বর !
জ্ঞান গরিমা সব হেরে যায়,
কাম ক্রোধ হিংসা লালসায় !
অনুতাপ করা ও হয়না কভু,
আত্ম অহংকারে,
যদিবা, লোক সমাজে, আত্ম সন্মান লোপ পায় ।
কোরআ্ন কিতাব দিয়েছেন, আহরিতে
সচ্ছ, সত্য, সফলতার কর্মজ্ঞান বহুবিদ।
হাজার শত বাহানা, অবোধ্য ভাষা তাতে ঠাশা।
মূর্খ,আমি, জ্ঞান হীন হয়েও, হয়ে যাই, মহা তর্ক বিদ