ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ানের রিপোর্ট :- করোনায় ঝুঁকিপূর্ণ ১০ দেশের তালিকায় বাংলাদেশ পঞ্চম

0
1262

ডি কে সৈকত: ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ান রিপোর্ট করোনায় ঝুঁকিপূর্ণ ১০ দেশের তালিকায় বাংলাদেশ। কোভিড-১৯ বৈশ্বিক মহামারীতে পৃথিবী যখন বিপর্যস্ত, সে সময় দেশে দেশে চলছিল নানা কঠোর বিধিনিষেধ। মানুষের মৌলিক চাহিদার কথা বিবেচনা করে এই বিধিনিষেধে আনা হয় শিথিলতা। যার পরিপেক্ষিতে সারা বিশ্বে পুনরায় দ্বিতীয় দফায় সংক্রমনের ঝুঁকি বেড়ে গেছে। ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ান প্রকাশ করেছে ঝুঁকিপূর্ণ ১০ দেশের তালিকা। বাংলাদেশ এই তালিকায় বর্তমানে পঞ্চম স্থানে অবস্থান করছে। তালিকায় প্রথম ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে অবস্থান করছে জার্মানি। কোভিড-১৯ আক্রান্ত ২৫ হাজারের বেশি রোগী সনাক্ত হয়েছে এমন ৪৫ দেশের আগের সপ্তাহের তুলনায় পরের সপ্তাহের আক্রান্তের উপর ভিত্তি করে তথ্য-উপাত্তের বিচার বিশ্লেষণ করে উক্ত তালিকা প্রকাশ করে দ্যা গার্ডিয়ান গণমাধ্যম। প্রতিবেদনে প্রকাশ করা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত অন্তত ২১ দেশের লকডাউনে শিথিলতা আনার পরবর্তীতে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। দ্যা গার্ডিয়ান জানিয়েছে, প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের জন্য ঝুঁকিতে থাকা দেশগুলো কোন কঠোর পদক্ষেপ নেয় নি। এছাড়া লকডাউনের মতো কার্যকর পদক্ষেপ শিথিল করার পর সংক্রমণ আগের তুলনায় বেড়ে চলেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোভিড-১৯ ট্র্যাকিং অ্যাপের মাধ্যমে সংগৃহীত বিভিন্ন তথ্য-উপাত্ত বিচার বিশ্লেষণ করে ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ান সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১০ দেশের তালিকা প্রকাশ করেছে। তালিকায় থাকা ঝুঁকিপূর্ণ দেশগুলো যথাক্রমেঃ জার্মানি, ইউক্রেন, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, বাংলাদেশ, ফ্রান্স, সুইডেন, ইরান, ইন্দোনেশিয়া ও সৌদিআরব। লকডাউনে শিথিলতা আনার পর এসব দেশে পূর্ববর্তী সময়ের চেয়ে বর্তমানে সংক্রমণের হার অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। শীর্ষে থাকা জার্মানিতে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সংক্রমণ বেড়েছে ৩৬ দশমিক ৭ শতাংশ। বর্তমানে জার্মানিতে কোভিড-১৯ আক্রান্ত সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৪৪৯ জন। দ্বিতীয় অবস্থানে ইউক্রেন। দেশটিতে এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণ বেড়েছে ২৯ দশমিক ৩ শতাংশ, এবং দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ১৪ জন। তৃতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহের তুলনায় সংক্রমণ বেড়েছে ২৪ দশমিক ৬ শতাংশ। চতুর্থ অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড। দেশটিতে এক সপ্তাহের ব্যবধানে ১৫ দশমিক ১ শতাংশ সংক্রমণ বেড়েছে। এরপর অবস্থান করছে দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here