ডি কে সৈকত: কোভিড-১৯ মহামারীতে সারা বিশ্ব স্তম্ভিত, মৃত্যুর মিছিল মানুষকে অসহায় করে তুলেছে, বিজ্ঞানীরা দিনরাত এক করে এর থেকে মুক্তির পথ খুঁজছে, ঠিক সেই সময়ে মানবজাতির জন্য হাজির হলো আর এক নতুন আতঙ্ক! মুরগী মাধ্যমে মানবশরীরে ছড়াচ্ছে ‘সালমোনেলা’। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, সালমোনেলায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। সালমোনেলা ভাইরাস রোগ ছড়াচ্ছে মুরগী। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য মতে, সালমোনেলায় সংক্রামিত হয়ে ৮৬ জন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সিএনএন এক প্রতিবেদনে সিডিসি’র রেফারেন্স দিয়ে জানিয়েছে, গত ২০ মে বুধবার থেকে আজ পর্যন্ত সর্বমোট ৩৬৮ জন সালমোনেলা রোগে আক্রান্ত হয়েছে। বর্তমানে ২০২০ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সালমোনেলা রোগে আক্রান্ত হয়েছে ৪৬৫ জন। মূলত এই রোগের বিস্তার যুক্তরাষ্ট্রের ৪২টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। এর আগে ২০১৯ সালেও ‘সালমোনেলা’ ভাইরাসে আক্রান্তের সংবাদ পাওয়া যায়।