রাষ্ট্রপতির ছোট ভাই আবদুল হাই করোনায় মারা গেলেন

0
832

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও তাঁর সহকারী একান্ত সচিব মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
শুক্রবার (১৭ জুলাই) রাত ১ টা ১৫ মিনিটের দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। গত ১০ জুলাই মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের বড় ছেলে ও কিশোরগঞ্জ -৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম)আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক গণমাধ্যমকে জানিয়ে ছিলেন, তার চাচা বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গত বৃহস্পতিবার (২ জুলাই) নমুনা পরীক্ষা করা হয়। এতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে গত রোববার (৫ জুলাই) তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএম এইচ)ভর্তি করা হয়। তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পারিবারিক সূত্র জানিয়েছে, সেখানে শুক্রবার(১৭ জুলাই) রাত ১ টা ১৫ মিনিটের দিকে তিনি মারা যান।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও সহকারী একান্ত সচিব, মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের সাবেক অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এর নামাজে জানাজা রোববার (১৯ জুলাই) বিকাল ৩টায় নিজ হাতে গড়ে তোলা প্রতিষ্ঠান মিঠামইনের মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। সেখানে তাঁর নামাজে জানাজায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের উপস্থিত থাকার কথা রয়েছে বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।
আবদুল হাইয়ের ছেলে ব্যবসায়ী সাইফ মো. ফারাবিও কিছুদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।তিনি সুস্থ হয়েছেন।তাঁর মৃত্যু সংবাদে নিজ জেলা কিশোরগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। জেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যাক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর মৃত্যুতে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ,শহীদী মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, পুরাতন কাছারি বাজার জামে মসজিদ,পুরাতন কালেক্টরেট জামে মসজিদসহ জেলার মসজিদে মসজিদে দোয়া করা হয়েছে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here