জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় শোক সভা ও কোরআন খতম এবং এতিমখানায় খাবার বিতরণ

0
525

বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন শেষে প্রশাসনিক ভবনের সামনে থেকে শোক র‍্যালি শুরু হয়। নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. দিদার উল আলমের নেতৃত্বে শোক র‍্যালিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শেষ হয়।

র‍্যালিতে অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটসমূহের পরিচালক, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলসমূহের প্রভোস্টবৃন্দ, প্রক্টর, দপ্তরসমূহের পরিচালক, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেয়।পরবর্তীতে নোবিপ্রবি নীল দল, স্বাধীনতা শিক্ষক পরিষদ নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন, নোবিপ্রবি সাংবাদিক সমিতি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ শেষে প্রশাসনিক ভবনের সম্মুখে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রফেসর ড. মো: দিদার-উল-আলম বলেন, “জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে আমরা এগিয়ে যেতে চাই। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রুপকল্প সামনে নিয়ে নোবিপ্রবিকেও নিয়ে যেতে চাই সাফল্যর স্বর্ণ শিখরে।

এসময় অন্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মো. মজনুর রহমান, অনুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট প্রফেসর ড. ফিরোজ আহমেদ।অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক আফসানা মৌসুমি।

পরবর্তীতে বাদযোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ১৫ আগস্টের মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নওগার

সাপাহার মোটরশ্রমিক অফিসে পতাকা অর্ধনমিত রাখা হয়। জাতীর পিতার আত্মার মাগফেরাত কামনা করে দুপুরে মোটরশ্রমিক ইউনিয়নের পাশ্বে এতিমখানায় খাবার বিতরণ করা হয়। বিকেলে মোটরশ্রমিক ইউনিয়ন চত্ত্বরে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সাপাহার মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মহরম হোসেন। এ সময় গণ্যমাণ্য ব্যক্তিবর্গগণ সহমোটরশ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লালমনিরহাট

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ আগষ্ট) বিকেলে উপজেলার পাটিকা পাড়া ইউনিয়নের প্রায় ১০৫ জন বন্যার্তদের হাতে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ খাবার তুলে দেন। এতে চাল, গরুর মাংস, তেল, লবন, ডাল, মসলা, সাবান দেয়া হয়।

পাটিকাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহানা ফেরদৌসি সীমার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তোসাদ্দেক আলম রুবেল, সাবেক প্রচার সম্পাদক বরকত হোসেন, আওয়ামী লীগ নেতা মজিবুল আলম সাহাদাত।

মুন্সীগঞ্জ:

শ্রীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, শোক র‌্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম, সহকারী কমিশনার ভূমি কেয়া দেবনাথ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা গণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here