অবসরে চলে গেলেন ধোনি

0
810

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নিজের ভ্যারিফায়েড ইনস্টাগ্রাম পেইজে এই খবর জানালেন ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত এই উইকেটকিপার ব্যাটসম্যান।

শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৭টায় ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ধোনি ক্যাপশনে লিখেছেন, ‘এতদিন আমাকে সমর্থন ও ভালোবাসা দিয়ে যাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। ৭টা ৩০ মিনিট হতে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে গণ্য করুন।’

২০০৪ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন ধোনি। খুব দ্রুতই অপরিহার্য হয়ে উঠেন সব ফরম্যাটের ক্রিকেটে। নেতৃত্বও পেয়ে যায় দ্রুত। ২০১৪ সালের পর থেকে আর সাদা পোশাকে নামতে দেখা যায়নি তাকে। গত বছরের ফেব্রুয়ারিতে ভারতের জার্সি গায়ে শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন।

২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের সাথে ম্যাচটিই তার শেষ ওয়ানডে। এরপর ভারত বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ খেললেও তাতে ছিলেন না এমএস। এবার বিদায় জানালেন ২২ গজকে। সেই সাথে সমাপ্ত হলো ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল অধ্যায়ের।

উল্লেখ্য ভারতের হয়ে ৩৫০টি ওয়ানডে খেলেছেন ধোনি। ৫০ এরও বেশি গড়ে সংগ্রহ করেছেন ১০,৭৭৩ রান। ৯০ টেস্টে তার সংগ্রহ ৪৮৭৬ রান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here