নোয়াখালী প্রতিনিধি: মানবিক বন্ধু জননেতা আদম তমিজি হক এর নির্দেশে আগামী এক বছরের জন্য নোয়াখালী জেলা শাখার কমিটি ঘোষণা করা হলো।সভাপতি নির্বাচিত হয়েছে তরুণ পরিচ্ছন্ন ছাত্রনেতা নাসিফ আহমেদ এবং এইচ এম আব্দুল হান্নান সাধারণ সম্পাদক। কমিটির অন্যান্য সদস্য বৃন্দ হলো আইনুল ইসলাম মাহবুব (সহ-সভাপতি), আকরাম উদ্দিন হ্যাপি,রোজীনা আক্তার(সহ সভাপতি) , ফরহাদ হোসেন,অপু ভৌমিক,নাজমা আক্তার সুইটি,ওমর ফারুক,ওমর ফারুক মানিক,মিজানুর রহমান,শেফালী আক্তার,নিজাম উদ্দিন রাহুল,আব্দুল্লাহ ফারুক রিগান,রোজিনা আক্তার, কাউছার আহমেদ,মাওলানা তারেক হোসেন,বেলায়েত হোসেন,মিজানুর রহমান সোহাগ,ইমরান হোসেন সুজন এবং শাহজাহান। এই সময়,সভাপতি নাসিফ আহমেদ বলেন,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং দেশনেত্রী শেখ হাসিনা এর হাতকে শক্তিশালী করতে মানবিক বাংলাদেশ কাজ করে যাবে এবং যেকোন প্রতিকূলতায় পাশে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *