কাপাসিয়ায় ২০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে পাবুর কমিউনিটি ট্রাস্ট

0
1348

জাফরিন ইউনুছ জুঁই: গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামে ঈদ উপলক্ষে পাবুর কমিউনিটি ট্রাস্ট  ত্রাণ বিতরণ করেছে। দেশব্যাপী করোনাভাইরাস সংক্রামিত হওয়ায় কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। এ সকল কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সহায়তায় এগিয়ে এসেছেন সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেশ কিছু প্রবাসী দেশ প্রেমিক যুবকগণ।

বুধবার সকাল ১০টায় পাবুর কমিউনিটি ট্রাস্ট  এর উদ্যোগে পাবুরের কোনাপাড়া থেকে শুরু করে গ্রামের  অসহায়  ২০০ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। এ ত্রাণ সহায়তার মধ্যে  প্রতি প্যাকেটে ছিল চাল পাঁচ কেজি, আধা কেজি ডাল,  এক লিটার তেল,  আধা কেজি  চিনি, এক প্যাকেট সেমাই, দুইশত গ্রাম গুড়ো দুধ  ও লাইফবয় সাবান একটি।

পাবুর কমিউনিটি ট্রাস্ট  এর সদস্য লিয়াকত হোসেন জাহিদ জানান,  করোনায় কর্মহীন  পাবুর গ্রামের মানুষের মাঝে বুধবার থেকে বৃহ:স্পতিবার বিকাল ‌ পরযন্ত ২০০ শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে। তিনি আরও জানান বিদেশ প্রবাসী পাবুরের  বেশ কিছু মানবতাবাদী যুবকের পাশাপাশি কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার ইসমত আরা, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত্র কর্মকর্তা রফিকুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকায়াত হোসেন প্রধান এবং গ্রামের মধ্যবিত্ত কিছু যুবক তাদের অথনৈতিকভাবে সহযোগীতা করেছে। বিশেষভাবে কৃতজ্ঞতার চিত্তে স্মরণ করেন প্রবাসী পাবুরের অধিবাসীদের যাদের অনুরপ্ররণায় তারা দুস্ত মানুষদের পাশে দাঁড়াতে পেরেছেন। তিনি গ্রামবাসী সকলের উদেশ্যে বলেন করোনাভাইরাস একটি প্রাণঘাতী রোগ। এ রোগ হতে বাঁচতে আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

 পাবুর ট্রাস্টের আরেক সদস্য মাহমুদুল হাসান বলেন, আমরা ভালবাসি দেশ, ভালবাসি জনতা কে,  করোনা মোকাবেলায় সকলে মিলে আসুন গড়ে তুলি একতা। এছাড়াও করোনা মোকাবেলায় তিনি সকলকে ঘরে থাকার জন্য আহবান জানিয়েছেন।

ত্রাণ বিতরণের এ সময় উপস্থিত  ছিলেন সংগঠনের সদস্য লিয়াকত হোসেন জাহিদ, মাহমুদুল হাসান, নজরুল আকন, লিমন, আসাদুল আলম, শরীফ বেপারী, শরীফ আকন, কাউসার মোল্লা, জুয়েল বেপারী, সোহেল বেপারী ও সিফাত বেপারীসহ আরও কয়েকজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here