অধ্যাপক মোঃ জাকির হোসেন জামাল
পৃথিবীর সবচেয়ে আপন মানুষ কে
বাংলা ভাষায় সবচেয়ে দামী শব্দ কি,
পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ কোনটি
এই দুনিয়ায় প্রথম শিক্ষক কে? উত্তর একটি,”মা”।
আমার মা আমার সুন্দর পৃথিবী
মা আমার গর্ব,নিত্য অহংকার,
মৃত্যু ঝুঁকিতে আমায় দিলো জন্ম
সুখ-শান্তি ভুলে, দুঃখ-কষ্টে আজন্ম।
মায়ের গর্ভে আমি ছিলাম স্বর্গে
জন্ম দিতে সন্তান,কতো মা চলে গেলো মর্তে,
ধরায় অস্বস্তির চিৎকার, জানিয়ে বিস্বাদ
রক্তাক্ত নিথর নিঃশব্দ, মায়ের দেহ অবস্বাদ।
কথা শিখালে খাওয়া শিখালে,শিখালে ব্যবহার
চিনালে বাবাকে, জগত-জীবন সংসার,
কিভাবে সুধিবো মাগো,এত বড় ঋণ?
রক্ত-মাংস,সদিচ্ছা-সেবা তোমার পায়ে সমর্পণ।
মা’য়ের পরশ মমতা ছাড়া,বড় হয়েছে কে?
জীবন -যুদ্ধে শ্রেষ্ঠ যোদ্ধা, মা বিনে আর কে?
সন্তানের সব দুঃখ যন্ত্রনা বরণ করে হাসিমুখে,
পৃথিবীর সব বড় মানুষ,কাঁদেনি কে মায়ের দুঃখে।
মুসা নবী,ঈসা নবী আর বিশ্বনবীর মা
দুধ-মায়েরা কম কিসে?যেমন হযরত হালিমা,
শেক্সপিয়ার মিল্টন জসিমউদ্দীন নজরুল ও রবি
মায়ের সেবায় অসাধারণ জয়গানে ব্যস্ত সকল কবি।
তুমি আকাশের চেয়ে উদার,হিমালয়ের চেয়ে উঁচু
সমুদ্রের চেয়ে বিশাল তোমার মমতা,
মহামহিম আল্লাহর পর,এই বিশ্ব জাহানে
মা তুমিই আমার স্বস্তি,আজন্ম-নির্ভরতা।
খোকার জন্য মায়ের কতো স্বপ্ন,বড় হয়ে মাকে হাসাবে
বিদ্যা-বুদ্ধি সেবায় মননে যথার্থ পূর্ণ জীবন গঠনে,
দুহাত তুলে স্রষ্টার দরবারে,দোয়া মাঙে মা দিবানিশি
সেবা দিয়ে কাজ দিয়ে, হবে খোকা বিশ্বজয়ী।
এপারে যতদিন শান্তির পরশে,ওপারে দিও রহমত
পরকালে দিও মাকে অনন্তকাল জান্নাত,
আমাকে যখন নিয়ে যাবে প্রভু হে মালিক দয়াময়
আমার মায়ের পায়ের তলে যেন জান্নাত নসীব হয়।