নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবে পবিত্র ঈদুল ফিতর এর পরবর্তী ঈদ শুভেচ্ছা বিনিময়ে ‘ঈদ পূর্ণমিলনী’ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ ঘটিকায় উপজেলার সুজাতপুরস্থ প্রেসক্লাব কার্যালয়ে সকল সাংবাদিকদের স্বতঃফুর্ত উপস্থিতির মধ্য দিয়ে পূর্ণমিলনী সম্পন্ন হয়।
সভার শুরুতে প্রেসক্লাবের সভাপতি রাকিবুল ইসলাম সোহাগ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি গোলাম নবী খোকন, ফরিদ উদ্দিন সিদ্দিকী, দেওয়ান সালাউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ মোঃ তুহিন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আল-আমিন, অর্থ বিষয়ক সম্পাদক বাবুল মুফতী, দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সিপাহী আল-আমিন, ক্রীড়া সম্পাদক সালেহ আকরাম, কার্যকরী সদস্য আলমাছ মিয়া, মো. আব্দুল বারেক, ইস্রাফিল খান বাবু, এম. পারভেজ পাটোয়ারী, সাইফুল ইসলাম, শেখ ওমর ফারুক, উপদেষ্টা সদস্য আঃ লতিফ মিয়াজী, কামরুজ্জামান হারুন, আতিকুর রহমান দুলাল, সম্মানিত সদস্য ফয়জুন্নুর আখন রাসেল, শাহাদাত হোসেন প্রমুখ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআই মো. ইব্রাহিম ও সাংবাদিক আখতার হোসেন ও লেখক খোরশেদ আলম বিপ্লব। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মো. আব্দুল বারেক।
সভায় উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ সকলের সাথে সকলে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। সাংবাদিক আব্দুল বারেকের পিতা, বাবুল মুফতীর বোন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আবুল হাসান ফারুক ও সাম্প্রতিক সময়ে নিহত সাংবাদিক, পুলিশ সদস্যসহ যারা মৃতুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়েছে। এছাড়াও চাঁদপুর প্রেসক্লাসের সভাপতি ইকরাম চৌধুরী এবং সকলের সুস্থতা কামনায় দোয়া করা হয়েছে। সবশেষে সাংগঠনিক আলোচনা শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন সভাপতি রাকিবুল ইসলাম সোহাগ।