মতলব উত্তরে ৯০ শতাংশ জমির পাকা ধান মাদ্রাসায় দান করলেন ইউপি সদস্য

0
879

কে এ বিপ্লব: মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য শিপন সরকার তার ৯০ শতাংশ জমির পাকা ধান দান করে দিলেন স্থানীয় দারুল কোরআন টরকি এ ওয়াজ ইসলামিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য গজরা ইউনিয়ন পরিষদ ৬ নং ওয়ার্ড সদস্য রিপন সরকার জানান, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে মানুষ কর্মহীন। ঘরে বসে আছে। অনেকেই খাদ্য সংকটে ভুগছে।সবদিক বিবেচনা করে, আমি সিদ্ধান্ত নিলাম।

আমার দুইটি জমির পাকা ধান মাদ্রাসার এতিম ছাত্রদের দান করে দিবো।এ মৌসুমে আমার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।তাই ৯০ শতক জমির পাকা ধান দারুল কুরআন টরকি এ ওয়াজ ইসলামিয়া মাদ্রাসা এতিম ছাত্রদের জন্য দিয়েছি। ওই ধান কাটা ও মাড়াই করে পৌঁছে দেয়ার যাবতীয় খরচও আমি বহন করেছি।ওই দুটি জমিতে ৫০ মন ধান হয়েছে।

দারুল কুরআন টরকি এ ওয়াজ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক ও গনমাধ্যমে কর্মী হুমায়ূন কবির শিপন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,দ্বীনি শিক্ষার প্রসারে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here