ডি কে সৈকত: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ দিন বয়সের সন্তান রেখে মৃত্যুবরণ করেছেন এক নারী চিকিৎসক। একই দিনে আরোও ৫ জনের মৃত্যু হয়েছে। পৃথিবীকে ভালো করে দেখার আগেই মায়ের আদর, সোহাগ, স্নেহ, মায়া, মমতা থেকে বঞ্চিত হলো এই ১৩ দিনের অবোধ শিশু। জানা গেছে- ডা. জান্নাতুন নাইম বেশ কয়েকদিন আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফ্লু কর্নারে ভর্তি হন, তারপর ধীরে ধীরে তার অবস্থার অবনতি ঘটতে থাকলে তাকে কোভিড-১৯ ইউনিটের আইসিইউতে নেওয়া হয়। গত ১৮ জুন বৃহস্পতিবার তিনি পৃথিবীর সকল মায়া কাটিয়ে ১৩ দিনের সন্তান রেখে চলে যান না ফেরার দেশে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির এ সকল তথ্য বিস্তারিত জানান। অপরদিকে চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি (অপরাধ ও অভিযান) মো. জাকির হোসেন খান এবং চট্টগ্রাম চেম্বার পরিচালক ও আওয়ামীলীগ নেতা অহিদ সিরাজ চৌধুরী সহ নতুন করে চট্টগ্রামে আরোও ১৪৮ জন কোভিড-১৯ রোগী আক্রান্তের খবর পাওয়া গেছে। বর্তমানে চট্টগ্রামে মোট কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৯১১ জন।