সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কোভিড-১৯ আক্রান্ত

0
594

ডি কে সৈকত: কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ফরিদপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মশাররফ হোসেন। গতকাল ১৯ জুন শুক্রবার গণমাধ্যমকে তার কোভিড-১৯ আক্রান্তের বিষয়টি নিজেই জানিয়েছেন এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল দেশবাসীর কাছে নিজের রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন। বর্তমান ক্ষমতাশীল দল আওয়ামীলীগের এই শীর্ষস্থানীয় নেতা জানিয়েছেন- তিনি এখনো সুস্থ আছেন এবং ঢাকায় নিজ বাসায় থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও সাবেক এই মন্ত্রীর মেয়ের জামাই সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাতও কোভিড-১৯ বিষয়টি নিশ্চিত বলে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here