ডি কে সৈকত: গতকাল ২১ জুন রবিবার একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বর্তমান সরকার কোভিড-১৯ মহামারীর মধ্যেও দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর। তিনি বলেন, “আমরা জানি করোনা ভাইরাসের কারণে আমাদের উন্নয়ন ব্যহত হচ্ছে। তার পরও অন্ততপক্ষে আমরা চেষ্টা করে যাচ্ছি, ধারাবাহিকতা বজায় রেখে উন্নয়নের মূল গতি ধরে রাখার। যে কারণে আমরা প্রচেষ্টা অব্যহত রেখেছি।” গতকাল রবিবার সকালে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির (একনেক) নিয়মিত সভায় ভিডিও কনফারান্সে এ বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপার্সন শেখ হাসিনা তার ভাষণে কোভিড-১৯ প্রতিরোধে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি গুরুত্ব সহকারে মেনে চলার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “দেশবাসীকে আমি এ অনুরোধ করবো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন।” কারণ জীবন চলতে থাকবে, এটি স্থবির থাকতে পারে না। তারপরও স্বাস্থ্যবিধিটা মেনে চলার জন্য আমি আহ্বান জানাবো।” প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, “বাংলাদেশ শুধু নয়, সমস্ত বিশ্বেই আজ এ সমস্যা চলছে। কাজেই এর হাত থেকে মানুষ যাতে মুক্তি পেয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেটাই আমরা চাই।” কোভিড-১৯ আক্রান্ত হয়ে এ যাবত দেশ ও দেশের বাইরে যে সকল বাংলাদেশীরা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করেন। প্রধামন্ত্রী কোভিড-১৯ মহামারী পরিস্থিতি থেকে মুক্তির জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন।