বিশ্বকাপ ক্রিকেট ২০১১ ভারত বনাম শ্রীলংকা ফাইনাল বিক্রি করা হয়েছিল, শ্রীলংকা সাবেক ক্রীড়া মন্ত্রী

0
1014

ডি কে সৈকত: ২০১০ থেকে ২০১৫ সাল এই পাঁচ বছর শ্রীলংকার ক্রীড়ামন্ত্রীর পদে থাকা মাহিন্দানন্দ আলুথাগমাগে সম্প্রতি অভিযোগ তুলেছেন ২০১১ বিশ্বকাপ ক্রিকেট নিয়ে। তিনি ঐ বিশ্বকাপ ফাইনালে ভারতের কাছে শ্রীলংকার হারের জন্য শ্রীলংকান ক্রিকেটারদের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ তুলেছেন। আলুথাগমাগে বলেন, “২০১১ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল আমরা বিক্রি করে দিয়েছি। এমনকি আমি তখনকার ক্রীড়ামন্ত্রী হয়েও কথাটা বিশ্বাস করি। ২০১১ বিশ্বকাপ আমরা জয়ের পথেই ছিলাম। কিন্তু ম্যাচটা আমরা বিক্রি করেছি। মনে হচ্ছে এটা নিয়ে কথা বলা যায়। খেলোয়াড়দের জড়াচ্ছি না, তবে ম্যাচ ফিক্সিং করতে কেউ তো নিশ্চয় জড়িত ছিল।” আলুথাগমাগের এমন ভীত্তিহীন অভিযোগের পর বেশ চটেছেন ২০১১ শ্রীলংকা বিশ্বকাপ দলের দলপতি কুমার সাঙ্গাকারা ও দলের অভিজ্ঞ বিশ্বসেরা ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে সাঙ্গাকারা জানান, “সাবেক মন্ত্রী আলুথাগমাগের উচিত সঠিক প্রমাণ সহ আইসিসি ও দুর্নীতিবিরোধী ইউনিটের কাছে যাওয়া, যেন অভিযোগের পূর্ণ তদন্ত হতে পারে। এটা খুবই দুর্বোধ্য যে, এমন স্পর্শকাতর ও মারাত্মক একটি বিষয় সামনে আনার জন্য তিনি এতদিন অপেক্ষায় ছিলেন! স্মৃতি ঠিক থাকলে আমার মনে হয়, সে সময় তিনিই ক্রীড়ামন্ত্রী ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here