আমরা কোন দিকে যাচ্ছি

0
1124

জাবের মীর

শিক্ষই জাতির মেরুদণ্ড, শিক্ষাই একজন মানুষসহ পুরো জাতিকে নিয়ে যেতে পারে উন্নতি ও সভ্যতার স্বর্ণ শিখরে আর সে শিক্ষা আমরা গ্রহণ করি নানা মাধ্যমে তার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান অন্যতম কিন্তু আজকাল সেখানে কি হচছে?নানা জটিলতায় ও সমস্যায় জর্জরিত শিক্ষা প্রতিষ্ঠান এখন নৈতিক শিক্ষার বদলে অনৈতিকতা ও দূষিত রাজনৈতিক ক্ষমতার প্রভাবে শিক্ষা ব্যবস্হা শুধু ব্যহত নয় ধবংসের দ্বার প্রান্তে। কিন্তু এটাই কি কাম্য একটা স্বাধীন দেশের সুনাগরিক ও সুশিক্ষা অর্জনের ক্ষেত্রে?মোটেও তা নয়।এই যে গত শুক্রবার সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো তা কি জাতির জন্য লজ্জাজনক নয়?

সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজ তার গৌরব হারিয়ে ধর্ষকের নিরাপদ স্হান হিসাবে প্রমাণিত হলো অথচ এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে অনেকেই দেশ বরেন্য নাগরিক হয়ে দেশের ও ঐ শিক্ষা প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছেন।গত শুক্রবারে যেটা ঘটলো সেটা শুধু ঐ এমসি কলেজ নয় সমগ্র দেশ ও জাতির জন্য এক ভয়াবহ কলংকের চিরস্থায়ী চিত্র নাট্য।তবে অবাক লাগলো কলেজ কর্তৃপক্ষের ও ছাত্র লীগের বর্তমান শীর্ষ পর্যায়সহ উচ্চ পদস্থ কিছু ব্যক্তির ঘটনা পরবর্তী সাফাই গাওয়া বক্তব্য,বিবৃতি দেখে ও শুনে। তারা বললেন ধর্ষকরা ছাত্র লীগের কেউনা কিন্তু তাদের অতীত ও বর্তমান পরিচয় ছাত্র লীগের পরিচয়ই বহন করে।কলেজ বন্ধকালীন হল দখলে রেখে অপকর্ম করতে পারে ক্ষমতাসীন দলের সংগঠনের লোকজন ছাড়া আর কার কয়টা মাথা আছে তা দখলে রাখার?একটা কলেজে বন্ধকালীন সময়ে হল দখলে নিয়ে তারা সব অপকর্ম চালায় তা কলেজ কর্তৃপক্ষের দায় দায়ীত্ব কোথায় ছিল?রাত ৮টায় কলেজের প্রধান ফটক দিয়ে ছাত্র লীগের সোনার ছেলেরা একজন সম্মানিত নব বধূকে জিম্মি করে হল রূমে নিয়ে গেল তা ঐ গেটের দায়ীত্বরত লোকের কি ভূমিকা ছিল বা গেট খোলা ছিল কেন?অপকর্ম হচ্ছে জেনে বা বুঝে গেট আটকিয়ে তাদের ধরা হলোনা কেন?হল রূমে অবৈধ অস্ত্র পাওয়া গেল তাহলে এরা অস্ত্র নিয়ে কিভাবে হলে অবস্থান করতো এবং অবৈধ অস্ত্র দিয়ে তারা কি কাজ করতো?ঘটনার পরেও কলেজ কর্তৃপক্ষ কোন মামলা একনও করলো না কেন?এতো কিছুর পরেও কি বলা যায় অপকর্মে লিপ্তরা ক্ষমতাসীন দলের অংগ সংগঠন ছাত্র লীগের ছেলেরা নয়?জাতি আজ দেখতে চায় এদের ও এদের আশ্রয় প্রোশ্রয়দানকারীদের কি বিচার হয়।সম্ভ্রম হারানো আমাদের ঐ বোন হয়তো আর সম্ভ্রম ফিরে পাবেনা কিন্তু জাতি ঐ নরপশুদের দৃষ্টান্ত মূলক শাস্তি চায়।

আমরা কি কেউ আজ এর দায় এড়াতে পারি? নিশ্চয়ই না।আমরা কেউ চাইনা আমাদের ভাই,সন্তানেরা এমন হোক,চাইনা কোন বোনের সম্ব্রম এভাবে নস্ট হোক।আমাদেরকে অবশ্যই সম্মিলিতভাবে হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে,ঘরে ঘরে ভাই,বোন,সন্তানদের নৈতিক শিক্ষা দিতে হবে তাহলে আমরা এ অবস্হা থেকে বেরিয়ে আসতো পারবো।আসুন আমরা সে চেস্টাই করি,শুধু পরস্পর দোষারোপ করে নিজেদেরকে আর ধবংসের দিকে ধাবিত না করি।

জাবের মীর
লেখক : ইংরেজি শিক্ষক
খুলনা, বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here