আন্তর্জাতিক প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি (সিপিসি) তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। রবিবার সিপিসির এক বার্তায় তাঁকে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
রোববার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বিপ্লব বড়ুয়া বলেন, চায়না কমিউনিস্ট পার্টি বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছে। সিপিসি ইন্টারন্যাশনাল বিভাগের মিনিস্টার সং তাও স্বাক্ষরিত বার্তায় আগামীদিনে চায়না কমিউনিস্ট পার্টি ও আওয়ামী লীগের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করা হয়।