ভালোবাসা বিসর্জন

কবি মো: মুশির্দ উজ জামান অবুঝ ভালোবাসা দুর্বার আকর্ষণ ভালোবাসায় সিক্ত মুগ্ধ নয়ন,, ভাবনায় আচ্ছন্ন আলোয় মুখরিত বলিষ্ঠ চরিত্র চেতনায় আচ্ছন্ন নীতিতে অটল ভাবনায় বৈচিত্র আবেগে পরিপূর্ণ প্রেমে আকৃষ্ট বিমুগ্ধ দৃষ্টি পরিতৃপ্ত বদন তব বাহুডোরে গড়েছি ভূবন। অবহেলা পেয়েছি সম্মান পাইনি অশ্রুসিক্ত নয়নে থেকেছি চেয়ে পথ পানে,, বুঝোনি মর্ম করেছো উপেক্ষা কতো তাচ্ছিল্য তার নেই …