নুর উদ্দিন জাহাঙ্গীর : ইরানের ওপর নতুন করে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালের দাবি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (৮ জুলাই) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার ইরানবিরোধী এ অভিযোগের পুনরাবৃত্তি করেন।

ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের ব্যাপারে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতিবেদন উদ্ধৃত করে দাবি করেন, ‘ইরান ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের কাছে সমরাস্ত্র পাঠাচ্ছে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি, ‘একটি নৌকায় করে ইরান আনসারুল্লাহর জন্য কিছু আরপিজি পাঠিয়েছিল যা ধরা পড়েছে বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। এ ঘটনা থেকে পম্পেও তার ভাষায় ইরানবিরোধী নিষেধাজ্ঞা নবায়ন করার প্রয়োজনীয় তুলে ধরেন।

তিনি বলেন, ‘নিরাপত্তা পরিষদের উচিত ইরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করা।’

প্রসঙ্গত, ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী আগামী ১৮ অক্টোবর ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাবে বলে কথা রয়েছে। কিন্তু মার্কিন সরকার ওই নিষেধাজ্ঞা নবায়নের জন্য উঠেপড়ে লেগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *