নিজস্ব প্রতিবেদক: ৮৬ বছর পর তুরস্কের আয়া সোফিয়া জুমার নামাজ অনুষ্ঠিত। এর আগে রাশিয়ার ভলোকলামস্ক শহরের অর্থোডক্স চার্চের পক্ষ থেকে ঘোষণা করা হয়, আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদ হিসেবে ঘোষণা করা খ্রিস্টানদের মুখে চপেটাঘাতের শামিল। এর সূত্র ধরে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান গত শুক্রবার তার দেশের আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদ হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, শিগগিরই এই ঐতিহাসিক স্থাপনা মুসলমানদের নামাজ আদায়ের জন্য খুলে দেয়া হবে।
উল্লেখ্য, গত শুক্রবার তুরস্কের একটি আদালত ১৯৩৪ সালের মন্ত্রিসভার একটি আদেশ বাতিল করে দেয় যা আয়া সোফিয়াকে একটি যাদুঘরে পরিণত করেছিল। যার ফলে ৮৬ বছরের পর আবারো মসজিদ হিসেবে ব্যবহারের পথ সুগম হয়। যার পেক্ষিতে শুক্রবারে জুমার নামাজ পড়ার মধ্যে দিয়ে আয়া সোফিয়া আবার মসজিদ হিসেবে জনসাধারণের জন্য উন্মুক্ত হয়েছে । এর আগে এটি প্রায় ৫০০ বছর ধরে মসজিদ ছিল।