কবি এস আর এ হান্নান
একলা চলার নাই যে গতি
মিছেই তার দম্ভ অতি,
উন্মত্ত্ব রোজ করতে ক্ষতি
সেজে থাকে সমাজ পতি!
আরেবাহ! কারিশমা।
নানান কথা করে পয়দা
ধ্বংস করার জানে কায়দা,
কলম যেন আস্তো রামদা
কেটে ছিড়ে লুটে ফায়দা!
আরে বাহ্ ! কারিশমা।
অন্য কারো নাইকো দরকার
একাই যেন বড়ো কর্মকার,
পাগলা ঘোড়া ছুটছে দূর্বার
লাগাম ছাড়াই হয় ছোয়ার!
আরে বাহ্! কারিশমা।
জ্ঞান বিজ্ঞান হাতের মুঠোয়
অন্যের সম্মান দেয় লুটোয়,
দুষ্টু ষাড়ে বেশি গুতোই
কালি দেয়না নিজের জুতোই!
আরে বাহ্! কারিশমা।
নানান প্লান নিয়ে এলো
হালুম হুলুম নাস্তা খেলো,
গড়া জিনিস ভেঙে দিলো,
সব কিছু তাই নষ্ট হলো
আরে বাহ্ ! কারিশমা।
খালি কলস বাঁজে বেশি
অজ্ঞ আমি হলাম খুশি,
অলীক স্বপ্ন দিবা নিশি
অসভ্য তাই আমি বেশি,
আরে বাহ্ ! কারিশমা।