নুর উদ্দিন জাহাঙ্গীর : করোনাভাইস ও পূর্ব থেকে নিসেধাজ্ঞা জারি কারণে মা-বাবার সঙ্গে মসজিদে যাওয়া থেকে এতোদিন বঞ্চিত ছিলো উজবেকিস্তানের শিশু-কিশোররা। অবশেষে মধ্য এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ উজবেকিস্তানে শিশু ও কিশোরদের মসজিদে নামাজ আদায়ের ওপর থেকে অঘোষিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

করোনাভাইরাসের কারণে মসজিদে নামাজ আদায়ে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সঙ্গে মিলিয়ে চলতি সপ্তাহে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। এক নির্দেশনায় বলা হয়, বাবা-মা, ভাই এবং ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে শিশু-কিশোররা মসজিদে যেতে পারবে।

আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানায়, প্রয়াত প্রেসিডেন্ট ইসলাম কারিমভের আমলে প্রথমবারের মতো এই অঘোষিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ভিডিওতে জোর দিয়ে বলা হয়েছে, শিশু-কিশোরদের মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞার কোনো আইন নেই।

কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের প্রায় ৩০ বছর পরও উজবেকিস্তান কট্টর ধর্মনিরপেক্ষ। দেশটির সরকারের জন্য ধর্ম একটি স্পর্শকাতর বিষয়।

এই নিষেধজ্ঞা কার্যত কট্টর ধর্মনিরপেক্ষ কারিমভের আমলে আরোপ করা হয়েছিল এবং ২০১৬ সালে তার মৃত্যুর পরও সেটা বহাল ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *