আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের রেলমন্ত্রী ভারতে ভারতকে ছোট পরমাণু বোমা নিক্ষেপের হুমকি দিয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে এবার আর প্রথাগত যুদ্ধ হবে না। সরাসরি পরমাণু যুদ্ধ হবে।’

সামা টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ হুমকি দেন।

তবে সাক্ষাৎকারে তিনি স্বীকার করে নেন যে, ভারতীয় সেনা, পাক সেনার থেকে রণকৌশলে অনেকটাই এগিয়ে।

ভারতকে হামলার হুমকি এই প্রথমবার দেননি শেখ রশিদ। আগেও এমন হুমকি দিয়েছেন তিনি।

শেখ রশিদ বলেন, ‘পাকিস্তানের হাতে ১২৫ গ্রাম ও ২৫০ গ্রাম ওজনের ক্ষুদ্র পরমাণু বোমা রয়েছে। সেই পরমাণু বোমার নিশানা হতে পারে আসাম পর্যন্ত।’

তবে ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দিলেও পাক রেলমন্ত্রী ভারতে বসবাসকারী মুসলমানদের কোনো ক্ষতি হবে না বলে আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *