তৈরি পোশাক শিল্প উদ্দীপনার জন্য আরও ৬ মাসের স্থগিতাদেশ বাড়িয়ে দিতে সম্মত হন

0
478

কে এ বিপ্লব

ঢাকা: ছোট ও মাঝারি আকারের পোশাক প্রস্তুতকারীরা বড় কারখানার গুলোর মতো সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্দীপক প্যাকেজের আওতায় তৈরি পোশাক কারখানার মালিকরা যে ঋন পেয়েছেন তার জন্য আরও ছয় মাস মেয়াদ স্থগিতের সুযোগ বাড়ানোর বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন।

মঙ্গলবার বিকেলে তৈরি পোশাক শিল্প কারখানা মালিকদের ৩ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী সম্মতি প্রদান করে।সম্মিলিত পরিষদের প্যানেল নেতা ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিগগিরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী এবং সম্মিলিত পর্ষদের সভাপতিও এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন, অন্য সদস্যরা হলেন- বিজিএমইএর সাবেক রাষ্ট্রপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এবং তার বর্তমান সহ-সভাপতি এস এ মান্নান কোচি।

উদ্দীপনা প্যাকেজের আওতায় সরকার পোশাক রফতানিকারকদের মোট ঋণ হিসাবে মোট ১০ হাজার ৫০০ কোটি টাকা বিতরণ করেছে। এটি শ্রমিকদের তিন মাসের মজুরির জন্য ২% সার্ভিস চার্জের জন্য ৫ হাজার কোটি টাকা এবং কাজের মূলধনের জন্য ৪% সুদ সহ আরও একটি টিপি ৩০,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে।

ঋণের অর্থ পরিশোধ ২৫, জানুয়ারী থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে প্রতিকূল পরিস্থিতির কারণে পোশাক রফতানিকারীরা ইনস্টলেশনটি শোধ করতে ব্যর্থ হন।

এস এ মান্নান কোচি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, পোশাক রফতানিকারীদের । ঋন পরিশোধ করার ক্ষমতা নেই, তবে ব্যাংকগুলি যথাসময়ে কিস্তিগুলি শোধ করতে বাধ্য হচ্ছে।

“সে কারণেই আমরা চাহিদা ঋনের স্থগিতাদেশ আরও বাড়ানোর দাবি জানিয়েছিলাম, এবং অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী তা গ্রহণ করেছেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here