নিজস্ব প্রতিবেদক : উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন জীবিত ও সুস্থ আছেন বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের র্শীষ নিরাপত্তা উপদেষ্টা মুন চ্যাং ইন। গত (২৬ এপ্রিল) সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
ইতোর্পূবে কয়েক দফায় কিমের অসুস্থতা ও মৃত্যু নিয়ে খবর প্রকাশ করেছিল কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। দক্ষিণ কোরিয়া অবশ্য শুরু থকেইে ওইসব খবর সত্য নয় বলে জানিয়েছিল।
কিম জং উন গত ১৩ এপ্রিল থেকে উত্তর কোরিয়ার র্পূবাঞ্চলীয় ওনসান শহরে অবস্থান করেছেন বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্টের শীর্ষ নিরাপত্তা এই উপদেষ্টা। অপরদিকে উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগের দায়িত্বপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার মৈত্রীবিষয়ক মন্ত্রী কিম ইয়োন ছুল বলেছেন, তাদের কাছে থাকা গোয়েন্দা তথ্যা অনুসারে কিম জং উনের জীবিত থাকা নিয়ে কোনো সংশয় নেই। তাই বিভিন্ন সংবাদ মাধ্যমে তাকে নিয়ে যে মিথ্যাচার করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লখ্যে কিমের অসুস্থতা ও মৃত্যু নিয়ে বেশ কয়েকদিন যাবত কয়েকটি সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছিল । যার পরিপেক্ষীতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা মুন চ্যাং সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।