শিরোনামহীন

কবিতা

0
969

কবি সাইফুল ইসলাম

সুবোধ তুই পালিয়ে যা। 
আনন্দকে বল নিত্যানন্দকে
দিয়ে যেতে।  
বাসন্তীকে বলবি বর্ষার গল্প শোনাতে। 
বর্ষা এসেই বৃষ্টির কথা বলবে।  
বৃষ্টি বলবে জোছনার কথা,  
জোছনা বলবে জোনাকীর কথা।

আর শোন সদানন্দকে রাজ সভায় পাঠাবি,
সদানন্দ যেন সুশীলকে কিছু বলে,
সুশীল যেন এবার হরিদাসকে তাড়িয়ে দেয়।
জানিস তো,  হরিদাস পাল
সব সময় বেসামাল,
ইদানীং নাকী বিলেতি ভাষায়
নিজেকে ভিআইপি বলে।।
কৃষ্ণ চন্দ্র দেশে
চিত্তরঞ্জনকে বলে দিস
থাকে যেন সুবিমলের পাশে,
মনোরঞ্জনের সাথে। 
সুবিনয়, চিত্তপ্রসাদ, সুশান্ত এসে
মিশে যেন ভীম কুমার মদনের বেশে ( আম পাবলিক)।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here