একটা শব্দ এবং বঙ্গবন্ধু

কবিতা

0
1006

উৎসর্গ:- রেজাউল হক চৌধূরী মুসতাক

আজম পাটোয়ারী

আজকের এই জানা ইতিহাসটা হয়ত

অন্য রকম হতে পারত,

কিংবা হতে পারত ভিন্ন ধারার

রঙ তুলি আঁকা মন শৈল্পিক,

তা হল না তেমন যেমন সুরের সুর বাধা।

অপরাজনীতির যাতাকলে পিষ্ট হল সেই অমর গাথা শব্দ,

ফিরে গেলে তুমি তোমার আপন পথে

যে পথে এসেছিলে একদিন সাজাতে মন,

প্রভাতের রাঙা আলোতে।

আর তারা নষ্টতায় সাজিয়ে নিল

সব ভুল করে ভুলের সাম্রাজ্যের সীমানায়,

রক্তের দেয়ালে বুলেটের গাথুনিতে তা ছিল

স্বার্থপরতার নগ্নতা উর্বর বাতাসে।

দেখেছে সময় দেখেছে সব চোখ

শুধু প্রতিবাদী ছিল না কোন আবেগ,

রাজপথের ঝাঁঝালো মিছিল হয়ে

পল্টন থেকে শাহবাগের পথে।

চলছে সময় চলবে হয়ত এমনি করে

কাল পেরিয়ে মহাকালের যাত্রায় অসমাপ্ত রথে,

আমি দেখেছি অথবা দেখিনি কাহানী

আমি শুনেছি অথবা শুনিনি সে কথন।

রোমন্থ অবাঞ্চিত আপনার আপন

যার মাঝে সৃষ্টি হয়ত এক প্রান পুরুষ,

তবু থেমে থাকবে না জানি আবহমান

নদীর কূল ভাঙ্গা অকূল মায়া স্রোত,

নিরবে নিশ্চুপে বয়ে যাবে সব বাধা পেছনে

ফেলে নতুন দিনের সূর্যোদয়ে পথে।

একটা শব্দ এবং বঙ্গবন্ধু মিলে মিশে একাকার

উর্বর বাংলার অলিতে গলিতে নির্লিপ্ত আবেগ

পরশে গোপনে বা প্রকাশ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here