কবি অসীম সাহা
বাতাসে ছিলো প্রতিধ্বনি
আকাশে ছিলো মেঘ;
দু’চোখে ছিলো জলের ধারা
নদীতে ছিলো বেগ।
হৃদয়ে ছিলো ঝড়ের গতি
প্রণয়ে ছিলো গান;
পালেতে ছিলো প্রবল বায়ু
দাঁড়েতে ছিলো টান।
সুদূরে ছিলো তোমার স্মৃতি
বাসনা ছিলো : জয়;
তুমি তো ছিলে, তুমি তো আছো
এখনো অক্ষয়।