কবি নাসিফ আহমেদ
যেওনাকো ছেলে, এই বেলে,
পড়ো নাকো বালিকার মিথ্যে ছলে!
নিজেকে সে, তোমার আয়নায়,
করেছে মহীয়সী,
কল্প কাহিনী,বানোয়াট চারি তারি,
এই বেলায় খুজে পাবে নাকো তুমি।
সংসার এ সংশয়!!!
খেলবে রামধনু?
দেখবে তার বেলা?
তার নিক্বণ এর মিথ্যে ধ্বনি আমারি মাঝরাতনীল তিয়াসী বাসনায়।
আপন-পিয়াসী খেলার ছলে,
হেরেছি আমি তার মিথ্যে ছলনায়।
আমি ভাবিনি,
এই রমনী রাম খেলা খেলবে!!!
ছক্কায় করে নয়-ছয়,
দাবার গুটিতে আজ বড় সংশয়!!!
লীলার প্রকাশ অপ্রকাশিত বইমেলার মেঘলা দিনে হয়েছে,
অণুগল্প গুলো আমার জন্য তার ক্যানভাসে ধোয়াশা করে এঁকেছে।
আমি পথ ভুলেছি,সংশয় এ নয় ভ্রমে!!!
ক্ষণিকের রামধনুর আয়োজন ম্লান,
গল্পের ছন্দপতন!!!
নায়িকার নিক্বণ এ নেই সেই সুর,
ছলনার ছলে আমাকে করেছে,
তার আঁচলে বন্ধুর।